বাংলাদেশ সফরে জাপান সম্রাটকে রাষ্ট্রপতির আমন্ত্রণ
প্রকাশিত : ২২:৪৯, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ০০:০৩, ২৪ অক্টোবর ২০১৯
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ-জাপান এর মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এ আমন্ত্রণ জানানো হয়। ২০২২ সালে অনুষ্ঠানটি উদযাপন করা হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, গত রাতের জাপানের রাজধানীতে ইম্পেরিয়াল প্যালেসে সম্রাট ও সম্রাজ্ঞী আয়োজিত অভিষেক পরবর্তী ভোজসভায় বাংলাদেশ রাষ্ট্রপতি তাদের এ আমন্ত্রণ জানান।
সম্রাট নারুহিতো ও তার স্ত্রী তাদের প্রাসাদে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ৪শ অতিথিকে আপ্যায়ন করেন।
গতকাল বিকেলে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের নতুন সম্রাট ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় ২ হাজার নেতা ও প্রতিনিধির সামনে আনুষ্ঠানিকভাবে নিজেকের জাপানের ১২৬তম সম্রাট ঘোষণা করেন।
৮৫ বছর বয়সী এমেবিতাস আকিতো সিংহাসন ত্যাগের পর তার ৫৯ বছর বয়সী ছেলে নারুহিতো ১ মে জাপানের সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন।
ভোজসভার সময় নারুহিতো আনুষ্ঠানিক টোইলকোট ও মেডেল পরিধান করেন। মাসাকো সাদা রঙের লম্বা পোশাক ও একটি মুকুট পরেন।
তারা জাপানি খাবার পরিবেশন করার আগে অতিথিদের শুভেচ্ছা জানান।
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় সম্রাট ও সম্রাজ্ঞীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অর্থনৈতিক ও কারিগরী সহযোগিতা, সংস্কৃতি বিনিময় ও দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।
জাপান বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী। দেশটি বাংলাদেশের আর্থ সামজিক উন্নয়ন সহযোগিতা বাড়াচ্ছে।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সম্রাট ও সম্রাজ্ঞীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এ সময় তাঁর সাথে ছিলেন। বাসস
এসি
আরও পড়ুন