ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যারা জঙ্গি কার্যক্রম চালাচ্ছে, তারা নজরদারির মধ্যে রয়েছে

প্রকাশিত : ১৮:০৬, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৭, ২৮ ডিসেম্বর ২০১৬

দেশে যারা জঙ্গি কার্যক্রম চালাচ্ছে, তারা কঠোর নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জঙ্গি সন্ত্রাস দমনে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে বলেও দাবি করেন তারা। এদিকে, তথ্যমন্ত্রী বলেছেন, কতিপয় রাজনীতিক জঙ্গিদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাজধানীর সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় যোগ দেন তথ্যমন্ত্রী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এ’সময় ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। আর জঙ্গি সমস্যা সমাধানে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান র‌্যাবের ডিজি। তিনি বলেন, জঙ্গিদের কঠোর নজরদারি মধ্যে রাখা হয়েছে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দেশের কিছু রাজনীতিবিদ জঙ্গিদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশের স্বার্থে জনগণ ঐক্যবদ্ধ থাকলে জঙ্গিবাদের বিস্তার ঘটতে পারবে না বলেও মন্তব্য করেন তারা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি