ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নুসরাত হত্যার রায় নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২৪ অক্টোবর ২০১৯

মাত্র ৬১ কার্যদিবসে ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত ১৬ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সব আসামিকে আদালতে নেয়া হয়। রায়কে ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বৃহস্পতিবার নিজ চেম্বারে নুসরাত হত্যার রায়ে সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রের প্রধান এ আইনজীবী বলেন, নুসরাত হত্যার ন্যায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর স্বল্প সময়ে রায় হওয়া উচিত। এ রায় চূড়ান্তভাবে নির্ধারিত হবে হাইকোর্টে। এতে কতজনের ফাঁসি থাকবে, থাকবে না তা হাইকোর্টের বিবেচ্য বিষয়। এত অল্প সময়ে বিচার কাজ শেষ হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট প্রকাশ করছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। 

দণ্ডপ্রাপ্ত ১৬ আসামি হলেন- মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি