ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারী

প্রকাশিত : ১৬:৪৪, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪৪, ২৯ ডিসেম্বর ২০১৬

তেতে উঠেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক। প্যালেস্টাইনে বসতি নির্মাণ ইস্যুতে এবার ইসরায়েলকে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেয়া ভাষণে, ইসরায়েলের অবস্থানের কারনেই দুই রাষ্ট্র প্রতিষ্ঠা ঝুঁকির মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে শক্তি যোগাচ্ছেন। আর ইসরায়েলও অপেক্ষায় আছে ট্রাম্পের শপথ গ্রহনের। দীর্ঘদিনের মিত্রতায় চির।  বাড়ছে ্ধসঢ়;ওবামা-নেতানিয়াহু প্রশাসনের তিক্ততা। প্যালেস্টাইনের ভূখন্ডে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধ ইস্যুকে কেন্দ্র করে প্রথমে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেয়া থেকে বিরত থাকা, এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কড়া হুশিয়ারি। মার্কিন পররাষ্ট্রদপ্তরে এক ঘণ্টা ১০ মিনিটের ভাষণে কেরি বলেন, দুই দেশের দীর্ঘ কয়েক দশকের সংকট সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। ঝুঁকির মুখে পড়েছে দুই রাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া। সমাধানে বেশকিছু প্রস্তাবনাও দেন তিনি। এই বক্তব্যের সমালোচনা করে নেতা নিয়াহু বলেন, কেরি প্যালেস্টাইনের কাছে তার মুখ বর্গা দিয়েছে। পাশপাশি ক্ষুদ্ধ হয়ে ওঠেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। টুইটার বার্তায় ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত ইসরায়েলকে শক্ত থাকতে বলেন ট্রাম্প। এ অবস্থায় ওবামা প্রশাসনের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব আরো এক ধাপ বাড়লো। কেরির বক্তব্যকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন। তবে কেবলমাত্র ইসরায়েল বসতি সরিয়ে নিলেই শান্তি আলোচনা সম্ভব বলে জানান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই জানুয়ারিতে প্যারিস সম্মেলনে প্যালেস্টাইন ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে পারেন ওবামা প্রশাসন। এ ক্ষেত্রে ক্ষমতায় আসার পর ট্রাম্পের ভূমিকা কি হবে সেটাই দেখার বিষয়।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি