ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গার্মেন্টস কারখানা থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজের ৬৫টি গোপন নথি উদ্ধার

প্রকাশিত : ১৮:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মহানগরীর নয়াবাজার এলাকার একটি গার্মেন্টস কারখানা থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজের ৬৫টি গোপন নথি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে আল-আমিন মেরিটাইম ইন্টারন্যাশনাল অ্যাপারেলস ফ্যাশন নামের  গার্মেন্টস ফ্যাক্টরি থেকে এসব নথি উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় গার্মেন্টস কারখানার অফিস কক্ষের আসবাবপত্রের ভেতর থেকে ৬৫টি গোপন নথি উদ্ধার করা হয়। এসব নথির মধ্যে ১১টি ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত, ৪৩টি বিচারাধীন মামলা এবং ১২টি শুল্কায়ন  সংক্রান্ত  নথি রয়েছে। কাস্টমস হাউসে গুরুত্বপর্ণ এসব নথি কিভাবে বের হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি