পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতি আনতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয় সভা
প্রকাশিত : ১৮:৩৭, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ২৯ ডিসেম্বর ২০১৬
জেলা-উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতি আনতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয় সভা হয়েছে খাগড়াছড়িতে।
খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়–য়া সভা উদ্বোধন করেন। বক্তারা জানান, খাগড়াছড়িতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম বেশ এগিয়েছে। বিশেষত জন্ম নিয়ন্ত্রণ, স্থায়ী ও অন্যান্য সেবা গ্রহনের প্রবণতা বাড়ছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য উন্নয়ন কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন