ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা করেন সুলতানা কামাল

প্রকাশিত : ১৪:১৫, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১৯, ৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক নারী দিবসে অন্যরকম আয়োজন ছিলো একুশে টেলিভিশনে। বার্তা কক্ষে কেক কেটে এর শুভ সূচনা করেন মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল। এ সময়, সমতা ও সমমর্যাদা প্রতিষ্ঠা করতে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। দিনের শুরু থেকেই একুশে টেলিভিশনে ‘আন্তর্জাতিক নারী দিবসে’র আমেজ। ছিলো বিশেষ অনুষ্ঠান। বুলেটিনগুলোতেও খবর পড়েছেন নারী সংবাদ পাঠিকা। বার্তা কক্ষে কেক কেটে নারী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন সুলতানা কামাল। অতিথিরা বলেন, শুধু সামনে এগুনোই নয়, নারীকে অর্জন করতে হবে সমতা এবং সমমর্যাদা। একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, নারীর উন্নয়নের মধ্য দিয়েই এগিয়ে যাবে সমাজ। নারী কর্মীদের শুভেচ্ছা জানান একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল। এ সময় ক্যান্সার আক্রান্ত সোনিয়া জামানের হাতে ইটিভির পক্ষ থেকে  তুলে দেয়া হয় সহযোগীতার স্বারক। অনুষ্ঠানে গান গেয়ে শোনান বিশিষ্ট সংগীত শিল্পী শাহীন সামাদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি