ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

তিন সিটির ভোট নিয়ে আজ ইসির বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ৩১ অক্টোবর ২০১৯

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটের দিনক্ষণ নির্ধারণে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের পরিকল্পনা করা হলেও এখন নতুন বছরে যাওয়ার কথা ভাবছে তারা। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হতে পারে আগামী মার্চের শেষ দিকে।

এই তিন সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে কমিশন।

এদিকে, মামলা থাকলেও এগুলোতে নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার কমিশনের সভার এজেন্ডায় তিন সিটির নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখনই হয়তো তফসিল চূড়ান্ত হবে না।

এর আগে চলতি ডিসেম্বরে ভোট অনুষ্ঠানে সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার কথা জানানো হয়েছিল। তবে ডিসেম্বরে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কাউন্সিল হবে। এ ছাড়া ওই মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হবে। এসব বিবেচনায় নতুন বছরে এই তিন সিটির ভোট আয়োজনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি