ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পদ্মাসেতুর উপর দিয়ে বাসের পাশাপাশি রেলও চলবে ২০১৮ সালে

প্রকাশিত : ১৫:২০, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২০, ১ জানুয়ারি ২০১৭

২০১৮ সালে পদ্মাসেতুর উপর দিয়ে বাসের পাশাপাশি রেলও চলবে। এমন আশার কথাই জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রেল ভবনে মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সুপারভিশন পরামর্শক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, রেলের অগ্রগতি ধরে রাখতে অব্যাহত চেষ্টা রয়েছে বর্তমান সরকারের। সেনাবাহিনী প্রধান শফিউল হক বলেন, পদ্মা সেতু দিয়ে যথা সময়ে রেল চলবে। এ বিষয়ে সব রকম সহায়তা করবেন তারা। পদ্মার বুকে গড়ে উঠছে এ দেশের কোটি কোটি মানুষের আশার সেতু। সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। পদ্মা সেতুর পিলারের ওপর বসান হবে স্প্যান, যার ওপর দিয়ে চলবে গাড়ি আর ভেতর দিয়ে চলবে ট্রেন। এরই মধ্যে মূল সেতুর ৩৬টি ও দুই পাড়ের দুটি পিলার বসানো হয়ে গেছে। পদ্মার উপর দিয়ে রেল চলাচলের কাজ তদারকির দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীকে। রেল ভবনে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর শেষে মন্ত্রী জানান, যথা সময়ে পদ্মা সেতুর উপর দিয়ে চলবে রেল। সকলের সহযগিতায় পদ্মা সেতুর অগ্রগতি ধরে রাখতে সব রকম সহায়তা দেয়ার কথা জানিয়েছেন সেনা প্রধান। পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকার সাথে যশোর পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মানের মাধ্যমে রাজধানীর সাথে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের যোগাযোগই মুল উদ্দেশ্য বলে জানান সংশ্লিস্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি