ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বহুমুখীকরন করে নতুন নতুন বাজার খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:২৪, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২৪, ১ জানুয়ারি ২০১৭

ব্যবসায়ীদের জিএসপিসহ অন্যান্য বাণিজ্য সুবিধার পেছনে না ছুটে পণ্য বহুমুখীকরন করে নতুন নতুন বাজার খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে ২০১৭ সালের ‘বার্ষিক পণ‌্য’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই সাথে রফতানিতে অসামান্য অবদানের জন্য ৬৬ জন ব্যবসায়ীকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী। নতুন বছরের প্রথম দিন রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২২তম আসরের উদ্বোধন ও ২০১৩-১৪ অর্থবছরে রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, ২০১৬ সালে বাংলাদেশ রপ্তানী খাতে আয় করেছে ৩৪ দশমিক দুই চার বিলিয়ন ডলার। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিজয়ী জাতি উল্লেখ করে বলেন, কারো কাছে হাত না পেতে বরং ব্যবসায়ীদের উচিত নতুন নতুন বাজার তৈরীতে মনযোগী হওয়া। চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে ২০১৭ সালের ‘বার্ষিক পণ‌্য’ হিসেবেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে, ২০১৩-১৪ অর্থবছরে রফতানিতে অসামান্য অবদানের জন্য ৬৬ জন ব্যবসায়ীদের সম্মাননা দেন শেখ হাসিনা। ২৮ টি স্বর্ণ, ২২ টি ব্রোঞ্জ এবং ১৫ টি রৌপ্য পদকে ভূষিত হন তারা। সবশেষে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২২তম আসরের উদ্বোধনও করেন তিনি; ঘুরে দেখেন বেশ কয়েকটি স্টল। মাসব্যাপী এ মেলায় এবার ৪৮টি বিদেশি প্রতিষ্ঠানের স্টলসহ মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি