সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আপিল বিভাগ ও হাইকোর্টে বিভাগে আজ ছুটি ঘোষণা
প্রকাশিত : ১৪:৫১, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫১, ২ জানুয়ারি ২০১৭
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আপিল বিভাগ ও হাইকোর্টে বিভাগে আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ ছুটির ঘোষণা দেন। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিচারপতি বজলুর রহমান। ২০০১ সালের ০৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ বজলুর রহমান। ২০০৯ সালের ১০ মে হন স্থায়ী বিচারপতি হন তিনি। এরপর গত বছরের ০৮ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি বজলুর রহমানের।
আরও পড়ুন