টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
প্রকাশিত : ১৫:০৫, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৫, ২ জানুয়ারি ২০১৭
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে কাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে এ ম্যাচ। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী মাশরাফি বাহিনী। অন্যদিকে, স্বাগতিক কন্ডিশন কাজে লাগিয়ে ওয়ানডের সাফল্য অব্যহত রাখতে চায় কিউইরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প। পাশাপাশি অজিদের মাটিতে ও নিউজিল্যান্ডে একাধিক প্রস্ততি ম্যাচ। এরপরও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা। এবার মিশন টি-টুয়েন্টি। শর্টভার্সনের ক্রিকেটে শক্তির বিচারে কিউইদের তুলনায় বেশ পিছিয়ে সাকিব-তামিমরা। এাছাড়া ওয়ানডে সিরিজে ধারাবাহিক সাফল্য দেখাতে ব্যার্থ হয়েনে ক্রিকেটাররা। বিশেষ করে ব্যাটিং ব্যার্থতায় সুযোগ থাকার পরও সুযোগ হাতছাড়া হয়েছে মাশরাফি বাহিনীর। সাফল্যের দেখা পেতে টি-টুয়েন্টি দলে পরিবর্তন এনেছেন টিম ম্যানেজম্যান্ট। এমন দল নিয়ে ভাল করতে মুখিয়ে আছে বাংলাদেশ-জানালেন সাকিব আল হাসান।
এদিকে, ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে নিউজিল্যান্ড। ওয়ানডের ধারাবাহিকতা অব্যহত রাখতে আত্মবিশ্বাসী কিউইরা। ওয়ানডে সিরিজে সহজ জয় ধরা দিলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নয় স্বাগতিকরা।
টি-টুয়েন্টিতে এর আগে দুই দলের ৪ মোকাবেলায় ৪টিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড।
আরও পড়ুন