ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদত বাহিনীর আইয়ুব বাচ্চু গ্রুপের সদস্যরা হোটেল ব্যবসায়ি জুনায়েদকে খুন করে- র‌্যাব

প্রকাশিত : ১৭:৫৮, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ৮ মার্চ ২০১৬

rabচাঁদা না পেয়ে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদত বাহিনীর আইয়ুব বাচ্চু গ্রুপের সদস্যরা হোটেল ব্যবসায়ি জুনায়েদকে খুন করে বলে জানিয়েছে র‌্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাব চারের উপ-অধিনায়ক । সেসময় তিনি আরো জানান গেল রাতে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বিআইডব্লিটিএ এর ওয়াটারবাস ঘাট এলাকা থেকে জুনায়েদ হত্যায় জড়িত সন্দেহে শেখ মৃদুল, ফয়সাল আহমেদ মিঠুসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানায় র‌্যাব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি