ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাবনার চাটমোহরে এক সপ্তাহের মধ্যে পরপর দুটি গণধর্ষণের ঘটনায় উদ্বীগ্ন এলাকাবাসী

প্রকাশিত : ১৩:৪৫, ৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৫, ৪ জানুয়ারি ২০১৭

পাবনার চাটমোহরে এক সপ্তাহের মধ্যে পরপর দুটি গণধর্ষণের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকাবাসীর মাঝে। এসব ঘটনায় মামলা হলেও, মূল অভিযুক্তরা ধরা ছোয়ার বাইরেই রয়ে গেছে। তারা চিহ্নিত হলেও প্রভাব খাটিয়ে মিমাংসার চেষ্টা করা হচ্ছে, দেখানো হচ্ছে ভয়ভীতি। এ’ অবস্থায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবী ভুক্তভোগী ও স্থানীয়দের। পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া-জামালপুর সড়কে বগারবিল ব্রিজে নির্মাণ শ্রমিকদের রান্নার কাজ করতেন রুপা খাতুন। গত ২৬ ডিসেম্বর রাতে কয়েকজন যুবক সেখানে গিয়ে শ্রমিকদের টাকা ছিনিয়ে নেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে ঐ নারীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ৩০ ডিসেম্বর ৮ জনের নাম উল্লেখ করে চাটমোহর থানায় মামলা হয়। তবে এ পর্যন্ত কাউকে গেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগি নারীর স্বজনরা বলছেন, চিহ্নিত অভিযুক্তরা এলাকার প্রভাব খাটিয়ে মামলা তুলে নিয়ে আপষ-মিমাংসার জন্য চাপ দিচ্ছে। ভক্সপপ: এদিকে, ২১ ডিসেম্বর একই উপজেলার চড়ইকোল গ্রামের গজারগারী বিলে মা-মেয়েসহ ৩ নারীকে গণধর্ষণ করে একদল বখাটে। সে ঘটনাটিতে দায়ের করা মামলায় ৭ জনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হলেও, মূল অপরাধী তারা নয় বলে দাবী, ভুক্তভোগী পরিবারটির। বার বার গণর্ধষণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে এলাকায়। প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনাকেই, এজন্য দুষছেন এলাকাবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি