ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতকে হারানোর মুহূর্তটা ছিল দারুণ: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৪ নভেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতকে হারানোটা একটা দারুণ ব্যাপার ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয়কে জয় না করলে সামনে এগুনো যায় না। আজ সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারানোয় বাংলাদেশ দলের প্রশংসা করে এমন কথা বলেন তিনি।

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ খাতে বিশেষ অবদানের জন্য ‘বেস্ট সিটিজেন এনগেজমেন্ট প্রজেক্ট’ পুরস্কারসহ তিনটি ক্রেস্ট  প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বৈঠকের এক পর্যায়ে ভারত-বাংলাদেশের ম্যাচের প্রসঙ্গ উঠতেই প্রধানমন্ত্রী বলেন, শুরুটা আমাদের ভালোই হলো। প্রথমবার ভারতের বিরুদ্ধে জিতলাম। এদিন তিন বিভাগেই তারা ভালো করেছে। ভারতের মত দলকে ১৪৮ রানে আটকে দেয়াটা দারুণ ব্যাপার ছিল। জয়টা তুলে নেয়ার মুহূর্তটা তো ছিল আরও দারুণ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি