আন্তর্জাতিক ক্ষুদ্র বীমা সম্মেলনে প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৪:৪২, ৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৫৩, ৫ নভেম্বর ২০১৯
তিন দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক মাইক্রো ইন্স্যুরেন্স (ক্ষুদ্র বীমা) সম্মেলন-২০১৯ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও মাইক্রো ইন্স্যুরেন্স নেটওয়ার্ক যৌথভাবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ আয়োজন করেছে। যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি ইতিমধ্যে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন।
বিশ্বের ৪৫ দেশের ৪৫০ প্রতিনিধি ও বীমা বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নেবেন। বিষয়টি জানিয়েছেন বিআইএ সভাপতি শেখ কবির হোসেন।
শেখ কবির হোসেন বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কৃষিবীমা, স্বাস্থ্যবীমা ও ক্ষুদ্রবীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সর্বজনস্বীকৃত। এ কারণে কৃষি ও ক্ষুদ্রবীমার ওপর আমরা আন্তর্জাতিক সেমিনার করার উদ্যোগ নিয়েছি।’
তিনি জানান, এর আগে গত ৪ নভেম্বর চলে রেজিস্ট্রেশন। আর ৮ নভেম্বর বিদেশিরা বাংলাদেশের বীমা কোম্পানি পরিদর্শনে যাবেন। ওইদিনই হবে সমাপনী অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হবে আজ ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।
তিনি আরও বলেন, ‘সম্মেলনটি হচ্ছে জার্মানভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান মিউনিক ফাউন্ডেশনের প্রস্তাবে। এই ক্ষুদ্রবীমা সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে লোকজনকে বীমার আওতায় নিয়ে আসা সম্ভব হবে।’
এসএ/
আরও পড়ুন