ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রোমানিয়ার জিমন্যাস্টিক খেলোয়াড় নিকোলেটা রালুকা ওনিলয়ের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:১৮, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:১৮, ৮ মার্চ ২০১৬

পুরোনাম নিকোলেটা রালুকা ওনিল। রোমানিয়ার সাবেক জিমিন্যাস্টিক খেলোয়াড়। ১৯৮২ সালের ৮ই মার্চ রোমানিয়ায় জন্মগ্রহণ করেন ওনিল। দর্শক তার ৩৪তম জন্ম দিনে আসুন দেখে নেই তার ক্যারিয়ারের কিছু দিক। নিকোলেটা রালুকা ওনিল দক্ষ একজন জিমিন্যাস্টিক খেলোয়াড় ছিলেন। তার শৈল্পিক জিমিন্যাস্টিক খেলা প্রদর্শন করে হাজারো দর্শকের মন জয় করেছিলেন। নতুনদের কাছে নিকোলেটা ওনিল ছিলেন আদর্শ খেরোয়াড়। মাত্র ৬ বছর বয়সে তিনি ব্যায়াম শুরু করেন। এবং ক্লাসের চেয়ে ব্যায়ামই তার কাছে প্রিয় ছিল। তাই অতি দ্রুতই রোমানিয়ার জুনিয়র দলে স্থানকরে নিয়েছিলেন। প্রতিশ্র“তিশীল এ খেলোয়াড় এক দুর্ঘটনায় সময়ের আগেই খেলাধুলা থেকে অবসর নিতে বাধ্য হন। এরপর তিনি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। ওনিল এর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ১৯৯৫ সালে ইউরোপিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশীপে এবং ১৯৯৭ সালে জাপানে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশীপে পদক জেতেন। ২০০১ সালে একটি আন্তর্জাতিক স্কুলে ব্যায়াম প্রশিক্ষক হিসেবে যোগ দেন এ রোমানিয়ান তারকা জিমিন্যাস্ট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি