ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

'বিগত জাতীয় সংসদ নির্বাচন বর্জনে বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল'

প্রকাশিত : ১১:২০, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:২০, ৫ জানুয়ারি ২০১৭

বিগত জাতীয় সংসদ নির্বাচন বর্জনে বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করে দলটি। নেতারা বলেছেন, একই পরিস্থিতি তৈরি হলে আগামীতেও বিএনপি নির্বাচনে যাবে না। তবে রাজনীতিতে আস্থা ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মনে করেন তারা। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়ায় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকেই দিনটিতে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে দলটি। তিন বছর পরও বিএনপি নেতাদের মূল্যায়ন, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিকই ছিলো, যা গণতন্ত্রের জন্য দলটির রাজনৈতিক সততারই অংশ। ক্ষমতা নয়, জনগনের সাংবিধানিক অধিকার রক্ষায় বিএনপি কখনো আপস করবে না বলেও মন্তব্য করেন তারা। তারা মনে করেন, রাজনীতিতে গুনগত পরিবর্তন দরকার। এজন্য রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে কাজ করবে বিএনপি। বিএনপি নেতারা বলছেন, জনগনের অংশগ্রহন ছাড়া আবার নির্বাচন দেওয়া হলে শুধু সরকারই নয়, গোটা রাষ্ট্রকেই উচ্চমূল্য দিতে হবে। আর এ অবস্থায় অরাজনৈতিক জঙ্গি গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিতে পারে বলেও আশংকা তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি