ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গ্রামের ১৫ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রকল্পসহ তিনটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

প্রকাশিত : ১৮:২২, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০১, ৮ মার্চ ২০১৬

গ্রামের ১৫ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগে প্রায় ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্পসহ বিদ্যুৎ খাতে ৯ হাজার ৬৯০ কোটি টাকার তিনটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এনইসি সম্মেলন কক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেকের সভায় প্রকল্প অনুমোদন দেয়া হয়। এছাড়া ঘোড়াশাল ৪র্থ ইউনিটের আয়ুস্কাল শেষ হওয়ায় সেটিতে নতুন যন্ত্রপাতি স্থাপনের প্রকল্পে ব্যয় হবে ২০২৯ কোটি টাকা। এছাড়া সিঙ্গাপুরের কারিগরি সহায়তায় বাংলাদেশ সরকারের অর্থায়নে চট্রগ্রামের মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ৭৪৬ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে একনেক। মোট ১৬ হাজার ৮৮৭ কোটি টাকার ১৬ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি