ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শীতের সবজির দাম কমেছে, ভোজ্যতেল, মসলার দাম অপরিবর্তিত, বেড়েছে চালের দাম

প্রকাশিত : ১৬:৩৯, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৪২, ৬ জানুয়ারি ২০১৭

পৌষের শেষ দিকে এসে শীতের সবজির দাম কিছুটা কমেছে। রাজধানীর বাজারে ভোজ্যতেল, মসলার দাম অপরিবর্তিত থাকলেও, বেড়েছে চালের দাম। মাছের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে, মাংসের দাম বেশী বলে জানালেন ক্রেতারা। শীতের সবজির কমতি নেই রাজধানীর কারওয়ান বাজারে। গত সপ্তাহের তুলনায় কমেছে টমেটো, বেগুন, শিম, নতুন আলুর দাম। তবে, ফুলকপিসহ লাউ কুমড়ার দাম অপরিবর্তিত রয়েছে। ক্রেতাদের কেউ কেউ বললেন, সিন্ডিকেটের কারণে মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে। ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। মাছের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে, মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে এক টাকা। এরজন্য খুচরা বিক্রেতারা দায়ি করছেন মিল মালিকদের। খাসির মাংস প্রতি কেজি ৮শ’ টাকা; গরুর মাংশ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে মুরগীর মাংশের দাম।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি