ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

শুরু হয়েছে ২ দিনব্যাপী ঢাকা সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল

প্রকাশিত : ১৯:০২, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০২, ৬ জানুয়ারি ২০১৭

তৃতীয়বারের মত শুরু হয়েছে দুই দিনব্যাপী ঢাকা সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল। রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে সকাল ১১টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। এ’ ধরণের আয়োজন বিজ্ঞান ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন অধ্যাপক জাফর ইকবাল। ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া এই শিক্ষার্থীর কৌতুহল মহাকাশ নিয়ে! তার বিশ্বাস মানুষের তৈরি বিমান আকাশে উড়তে পারলে মানুষও এক সময় উড়বে আকাশে। দুই দিনব্যাপী সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল মুখরিত হয়ে উঠেছে শিশু কিশোরদের পদচারণায়। রোবট সহ নানা উদ্ভাবনী ঘুরে দেখছে শিশু- কিশোররা। মেলায় তাদের জন্য বাড়তি পাওনা সায়েন্স ফিকশন লেখকখ্যাত অধ্যাপক জাফর ইকবালের অটোগ্রাফ। সায়েন্স ফিকশন পড়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় উল্লেখ করে জাফর ইকবাল এ’ধরনের আয়োজন বাড়ানোর তাগিদ দেন। আর শিশুদের বিজ্ঞানমনস্ক করতে এ’ভবিষ্যতে বেশি বেশি সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল করার কথা জানালেন আয়োজকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি