অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে বনকর্মীদের সংঘর্ষ
প্রকাশিত : ১৮:১২, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১২, ৬ জানুয়ারি ২০১৭
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ী এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে বনকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে বন কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়।
শুক্রবার বিকেলে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দেড়-কিলোমিটার দক্ষিণে পাহাড়ী এলাকায় এ’ ঘটনা ঘটে। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, কুতুপালংয়ের শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গারা সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে ঝুপড়ি ঘর তৈরি করছে- এমন খবর পেয়ে বনকর্মীরা সেখানে অভিযান চালায়। অভিযান শেষে ফেরার সময় কুতুপালং শরণার্থী ক্যাম্পে অবস্থান নেয়া ২/৩শ’ রোহিঙ্গা বনকর্মীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ’সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম, ৫ জন বন ও ঘাট বিট কর্মকর্তা, উখিয়া সদরের হেডম্যান মোহাম্মদ ইব্রাহিমসহ ২ জন বনকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বনকর্মীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ইউনিয়ন পরিষদের সদস্য বখতিয়ার আহমদ ও মোহাম্মদ আবছারের ইন্ধনে রোহিঙ্গারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বন কর্মকর্তারা।
আরও পড়ুন