ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মুহাম্মদ ইমরান ভারতে নতুন হাইকমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১২ নভেম্বর ২০১৯

পেশাদার কূটনীতিক মুহাম্মদ ইমরানকে ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক ঘোষণায় এসব কথা জানায়।

মুহাম্মদ ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। 

এর আগে তিনি উজবেকিস্তানে রাষ্ট্রদূত ছিলেন। কলকাতায় ডেপুটি হাইকমিশনার এবং জেদ্দা, বন, বার্লিন, অটোয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন কূটনেতিক দায়িত্ব পালন করেন। 

মুহাম্মদ ইমরান ভারতের নয়া দিল্লিতে বর্তমান হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর স্থলাভিষিক্ত হবেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি নেন। 

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক ঘোষণায় সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে কর্মরত উপমিশন প্রধান ড. মো. নজরুল ইসলামকে বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগের কথা জানানো হয়।

পেশাদার কূটনীতিক নজরুল ইসলাম দীর্ঘ কর্মজীবনে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরাক ও লেবাননে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি