ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১২ নভেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পৃথক শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পৃথক শোকবার্তায় আবদুল হামিদ ও শেখ হাসিনা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক সহযোগিতা প্রদানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে, এ দুর্ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রাথমিকভাবে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।

প্রসঙ্গত, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে কসবার মন্দবাগ নামক স্থানে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১২ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ৩ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী। মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি