ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

২০১৫ সালের সেরা এয়ারলাইন নির্বাচনে জনমত জরিপ শুরু করেছে দি বাংলাদেশ মনিটর

প্রকাশিত : ১৯:০৩, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৩, ৮ মার্চ ২০১৬

২০১৫ সালের সেরা এয়ারলাইন নির্বাচনে জনমত জরিপ শুরু করেছে ভ্রমন বিষয়ক পাক্ষিক পত্রিকা দি বাংলাদেশ মনিটর। মঙ্গলবার রাজধানির একটি হোটেলে সংবাদ মম্মেলন করে এ জরিপের কাজ শুরু করা হয়। বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরিন রুটে চলাচলকারি যাত্রিদের মতামতের ভিত্তিতেই সেরা এয়ারলাইন নির্বাচন করে থাকে মনিটর। এ বছর যাত্রী পরিবহনকারী এয়ারলাই, সেরা কার্গো এয়ারলাইন, সেরা অভ্যন্তরীন এয়ারলাইনসহ ১৩ ক্যাটাগরিতে পুরুস্কার দেয়া হবে। ২০০৭ সাল থেকে সেরা এয়ারলাইন্সের পুরস্কার দিয়ে আসছে মনিটর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি