ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পকে নির্বাচিত করতে সহায়তার জন্য রুশ প্রেসিডেন্ট তার প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন

প্রকাশিত : ১২:৩২, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:০৪, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করতে সহায়তার জন্য রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন তার প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এনএসএ, সিআইএ ও এফবিআই’র তৈরি করা ২৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, পুতিনের নির্দেশেই ডেমোক্র্যাটিক পার্টি ও হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করা হয়। এছাড়া, ডেমোক্র্যাটদের ওপর থেকে মার্কিনীদের আস্থা নড়বড়ে করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায় রাশিয়া। উইকিলিকসের হাতেও তথ্য তুলে দেয় মস্কো। এরইমধ্যে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে ওই প্রতিবেদন। বরাবরের মতো এবারও রাশিয়ার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এ’নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি