ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রীকে মোদির আমন্ত্রণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৪ নভেম্বর ২০১৯

ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার (১৩ নভেম্বর) নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে টেস্টের প্রথম দিনের খেলা দেখার আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী জানান, টাইগারদের সঙ্গে ভারতের ম্যাচটি দেখতে ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী। তিনি রাতেই ঢাকায় ফিরবেন। শুধু একদিনের জন্য ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে একই ম্যাচ দেখতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি