ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:০৭, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৭, ৮ মার্চ ২০১৬

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের ধর্মশালা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ ডাচদের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে প্রস্তত মাশরাফি বাহিনী। তবে এম্যাচেও খেলার সম্ভাবনা কম মোস্তাফিজুর রহমানের। সদ্য সমাপ্ত এশিয়া কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তান, শ্রীলংকার মত দলকে বধ করে শর্ট ভার্সনের ক্রিকেটের নিজেদের শক্তির জানান দিয়েছে মাশরাফি-সাকিবরা। টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হারলেও  শর্ট ভার্সনের ক্রিকেটে ধারাবাহিক সাফল্যোর ব্যাপারে প্রত্যয়ী লাল-সবুজ জার্সিধারীরা। তাইতো ২০ ওভারের বিশ্ব আসরের  শুরুটা ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগার দলপতি মাশরাফি বিনু মুর্তজা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি জানান, প্রতিপক্ষ কোন দল, তা নিয়ে না ভেবে মাঠে নিজেদেও স্বাভাবিক খেলা প্রদর্শনের চিন্তায় বিভোর পুরো দল। এদিকে, ইউরোপিয়ান প্রতিনিধি নেদারল্যান্ডসের প্রধান লক্ষ্য ভাল ক্রিকেট খেলা। শক্তির বিচারে বাংলাদেশের তুলনায় বেশ পিছিয়ে থাকলেও নিজেদের প্রথম ম্যাচে চমক দেখানোর ছক আঁকছেন ডাচরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগেই হেরে যেতে নারাজ ডাচ দলপতি পিটার বোরেন। টি-টুয়েন্টিতে দুই দল এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে দুই দলই একবার করে জয় দেখা পেয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি