হালদা নদী রক্ষায় গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি দূষণ বন্ধের আহবান
প্রকাশিত : ১৮:০০, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৫, ৭ জানুয়ারি ২০১৭
মিঠা পানির মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদী রক্ষায় গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি দূষণ বন্ধের আহবান জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সেই সঙ্গে মা মাছ ধরা বন্ধে আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন তারা। সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এক সেমিনারে প্রশাসনের সকল সংস্থাকে সমন্বিত উদ্যোগ নেয়ার দাবীও জানান বিশিষ্টজনরা।
মিঠা পানির মাছের একমাত্র প্রজনন কেন্দ্র হালদা নদীকে বাঁচাতে এই সেমিনারের আয়োজন করে বেসরকারী সংস্থা পিকেএসএফ এবং আইডিএফ। বক্তারা বলেন, ১৯৪৫ সালে যেখানে ডিম থেকে রেনু পাওয়া যেত ৫শ’ কেজি, সেখানে ২০১৬ সালে পাওয়া গেছে মাত্র ১২ কেজি। দুষণ আর মানব সৃষ্ট নানা প্রতিবন্ধকতার কারণে ৭২ প্রজাতি থেকে হারিয়ে গেছে ১৫ প্রজাতির মাছ।
হালাদাকে মিঠা পানির মাছের অভয়াশ্রম হিসাবে গড়ে তোলার পাশাপাশি মা মাছের নিরাপদ প্রজনন কেন্দ্র করতে সেমিনারে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন গবেষকরা।
অনুষ্ঠানে যোগ দিয়ে দুষণের কবল থেকে হালদাকে রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দেন স্থানীয় সংসদ সদস্য। এজন্যে আইন সংস্কার এবং প্রশাসনের সকল সংস্থাকে সমন্বিত উদ্যোগ নেয়ার দাবী জানান তিনি।
গণ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের সম্পৃক্ত করে হালদার দু’ পাড়ে সবুজ বেষ্টনী সৃষ্টি এবং জীব বৈচিত্র রক্ষার তাগিদ দেন আয়োজকরা।
এছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ দু’ পাড়ের কৃষক ও মৎসজীবিরা।
আরও পড়ুন