ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কর্মক্ষেত্রে অংশগ্রহন গেলো ২০ বছরে নারী-পুরুষের ব্যবধান কমেছে মাত্র দশমিক ৬ শতাংশ

প্রকাশিত : ১৯:২১, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২১, ৮ মার্চ ২০১৬

কর্মক্ষেত্রে অংশগ্রহণের হারে, গেলো ২০ বছরে নারী-পুরুষের ব্যবধান কমেছে মাত্র দশমিক ৬ শতাংশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। যেসব দেশগুলোতে নারীরা বেশি কাজের সুযোগ পাচ্ছে, তার মান নিয়ে শংকা প্রকাশ করেছে সংস্থাটি। ১৭৮ দেশের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এ প্রতিবেদনে আরো বলা হয়, যোগ্যতা অনুযায়ী চাকরী পাওয়ার ক্ষেত্রে বার বারই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নারীদের। বিশ্বজুড়ে নারী বেকারের হার ৬ দশমিক ২ শতাংশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি