ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মেহেরপুর ও বেনাপোলে বেড়েছে মাল্টার চাষ, পঞ্চগড়ে কমলার ব্যাপক ফলন

প্রকাশিত : ১০:০৯, ৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৯, ৯ জানুয়ারি ২০১৭

সুস্বাদু ফল মাল্টা’র চাষ বেড়েছে মেহেরপুর ও বেনাপোলে। কৃষি কর্মকর্তারা বলছেন, বারি মাল্টা-১ জাত দেশের মাটিতে চাষাবাদে বেশ উপযোগি। পঞ্চগড়ে এবার ব্যাপক ফলন হয়েছে কমলার। দেশের চাহিদা পূরণের পাশাপাশি, এ’সব ফল রপ্তানিরও সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। মেহেরপুর জেলায় প্রায় ৫০ বিঘা জমিতে মাল্টার বাগান রয়েছে। এর মধ্যে এবার ফল ধরেছে ২০ বিঘায়। ফলনও হয়েছে আগের চেয়ে বেশি। বাগান মালিক-চাষীরা বলছেন, অন্যান্য ফলের তুলনায় মাল্টা চাষে লাভ বেশি হচ্ছে। উঁচু জমিতে মাল্টার চাষ করলে বেশি সুফল পাওয়া যায় বলে জানিয়েছে, কৃষি বিভাগ। যশোরের শার্শা উপজেলার বেনাপোল ও আশপাশের এলাকাতেও বারি-১ জাতের মাল্টা চাষে উদ্বুদ্ধ হয়েছেন অনেক কৃষক। দেশের বাজারে মাল্টার ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তারা। পঞ্চগড়ে, বসতবাড়ি ও বাণিজ্যিকভাবে ছোট-বড় হাজার খানেক কমলার বাগান গড়ে উঠেছে। আবহাওয়া অনূকুলে থাকায়, এসব বাগানে এবার কমলার ফলনও হয়েছে ভালো। মাল্টা ও কমলার উৎপাদন বাড়লে রপ্তানির সম্ভাবনাও দেখছেন চাষীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি