ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

প্রকাশিত : ০৯:৪৯, ১০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৯, ১০ জানুয়ারি ২০১৭

ঐতিহাসিক ১০ই জানুয়ারি আজ; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর লন্ডন হয়ে এ’দিন দেশে ফেরেন লড়াই-সংগ্রামের মহানায়ক। ইতিহাসবিদ আর আওয়ামী লীগ নেতাদের মতে, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়েই পূর্ণতা পেয়েছিলো স্বাধীনতা। যুদ্ধে পরাজয় আর আন্তর্জাতিক চাপে ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। সেদিনই পাকিস্তান থেকে লন্ডন চলে যান বঙ্গবন্ধু। ১০ই জানুয়ারি স্বপ্নের স্বাধীন দেশের উদ্দেশে রওয়ানা হন শেখ মুজিবুর রহমান। তাকে বহনকারী ঢাকা অভিমুখী বিমান দিল্লীতে যাত্রা বিরতি করে। দিল্লী বিমানবন্দরে বঙ্গবন্ধুকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে ২৯০ দিন পাকিস্তানের কারাগারে থাকা বঙ্গবন্ধু তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর আগেই জড়ো হয় লাখো জনতা। বৃদ্ধ বাবার সঙ্গে আলিঙ্গনের পর সেখানেই গার্ড অব অনার দেয়া হয় মহামুক্তির মহামানবকে। এরপর সামনে এগুতে থাকে বঙ্গবন্ধুকে বহনকারী গাড়ী। জনসমুদ্রের জোয়ার ঠেলে বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দানে পৌঁছাতে সময় লাগে তিন ঘন্টা। যে ময়দান থেকে তিনি দিয়েছিলেন বাঙালীর মুক্তির দিকনির্দেশনা, স্বপ্নের স্বাধীন দেশে ফিরে প্রথমেই সেই রেসকোর্স ময়দানে যান শেখ মুজিব। বলিষ্ঠ কণ্ঠে জানান পৃথিবীর সর্বকনিষ্ঠ দেশটির পথচলার রুপরেখা। এভাবেই সেদিনের প্রেক্ষাপট বর্ণনা করলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা। স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রেসকোর্স ময়দানে প্রিয় নেতার কথা শুনার আকুলতাকে ৭১ এর ৭ই মার্চের সঙ্গে তুলনা করলেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। আর মহানায়কের প্রত্যাবর্তনে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি