ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদকের গডফাদারদের তালিকা হাতে আছে: দুদক চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২০ নভেম্বর ২০১৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মাদকের গডফাদারদের তালিকা আমাদের হাতে আছে। তালিকায় যাদের নাম আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গডফাদাররা কেউ ছাড় পাবে না।

আজ বুধবার (২০ নভেম্বর) সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতি একইসূত্রে গাঁথা উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সততা নিয়ে কাজ করতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে।

ইকবাল মাহমুদ বলেন, মাদক নির্মূল অভিযানে নেমে দুর্নীতিতে জড়ানো যাবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে কিছু অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি