ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মচারীদের ডাকা কর্মবিরতি বুধবার পর্যন্ত স্থগিত

প্রকাশিত : ১৯:৫৩, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৩, ৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

hobigonjহবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে কর্মচারীদের ডাকা কর্মবিরতি বুধবার পর্যন্ত স্থগিত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে কর্মবিরতি শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে এক ঘন্টা পর তা তুলে নিয়ে বুধবারের পর আন্দোলনের সিদ্ধান্ত দেয়া হবে বলে জানান কর্মচারীরা। গেল সোমবার রাতে অসুস্থ হয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দুর্ব্যবহারের শিকার হন। এসময় কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের সাথে বিচারবিভাগের কর্মচারীদের বাকবিতন্ডা হয়। এরই জেরে মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা সেবা দেয়া বন্ধ করে দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি