ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪

নতুন পাঠ্যবইয়ে যারা ভুল করেছেন তাদেরকে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

প্রকাশিত : ১৮:৪৫, ১০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৫, ১০ জানুয়ারি ২০১৭

নতুন পাঠ্যবইয়ে যারা ভুল করেছেন তাদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ভুল সংশোধন করার ঘোষণাও দেন। মন্ত্রী জানান, ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে। প্রাথমিকভাবে দুইজনকে চিহ্নিত করে ওএসডি করা হয়েছে বলেও জানান তিনি। গেলো বছরের শেষ দিনে ‘জাতীয় বই উৎসব-২০১৭’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরে প্রথম দিনেই প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় প্রায় ৩৬ কোটি নতুন বই। দেশব্যাপী চলে বই উৎসব। তবে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছার পর প্রকাশ পেতে থাকে ভুলত্র“টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। পাঠ্যবইয়ে ভুল রয়েছে স্বীকার করে বলেন, ঘটনা তদন্তে মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ভুল-ত্র“টি সংশোধন করা হবে। এনসিটিবির প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে ওএসডি করার কথা উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। দায়ী কাউকেই ছাড় দেয়া হবে বলেও জানান তিনি। কেবল ভুল তুলে ধরে ছাত্র-ছাত্রীদের নিরুৎসাহিত করে তাদের হতাশ না করার জন্যেও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি