পানিতে ডুবে আছে ভাসানটেকের রাস্তা
প্রকাশিত : ১০:০৯, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৯, ১১ জানুয়ারি ২০১৭
এই শীতেও স্যুয়ারেজের পানিতে ডুবে আছে ভাসানটেকের রাস্তা। আছে খানাখন্দ। আবার রাস্তার উপর জড়ো করা ময়লা আবর্জনা। যাতায়াতে বিঘ্ন ঘটনায় ক্ষুব্ধ মিরপুর দেওয়ানপাড়া, কালশিসহ আশপাশের বাসিন্দা।
কচুক্ষেত থেকে মজুমদার মোড় হয়ে রাস্তা গেছে দেওয়ানপাড়া, কালশি আর কালাপানি এলাকায়।
রাস্তা সংস্কার নেই অনেকদিন। খানাখন্দ উতরে কোথাও জমে আছে দুর্গন্ধযুক্ত পানি। কাদায় ভরপুর অনেক জায়গায় হাঁটাও যায় না ঠিকমতো। তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, হাঁটছে মানুষ। এলাকাবাসীর অভিযোগ, পশ্চিম ভাসানটেকের বেশ কিছু এলাকায় দীর্ঘদিনেও বসেনি স্যুয়ারেজের লাইন। তারপরও উঠছে বহুতল ভবন।
নথিপত্রে এ রাস্তার প্রস্থ ৬০ ফুট হলেও বাস্তবে ২০ ফুটের বেশি কোথাও নেই। নানামুখী দখল আর স্যুয়ারেজ লাইন না থাকায় করপোরেশন কর্মীদের মাঝেমধ্যেই ডাক পড়ে।
জনপ্রতিনিধির দাবি, সিটি কর্পোরেশনের চেষ্টার ত্রুটি নেই। স্যুয়ারেজ লাইনসহ রাস্তা সংস্কারের দাবি ভূক্তভোগীদের।
আরও পড়ুন