ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে এক আইনজীবির বাসায় ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত : ১৯:৫৯, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৯, ৮ মার্চ ২০১৬

mbমৌলভীবাজার শহরের কলিমাবাদ এলাকায় এক সিনিয়র আইনজীবির বাসায় ডাকাতির ঘটনায় ১০ লাখ টাকার মালামাল লুটে হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোররাতে শহরের কলিমাবাদ এলাকায় আজিজুর চৌধুরীর বাসায় ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত রান্না ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দেখিয়ে হাত পা বেধে জিম্মি করে করে তারা। এসময় আলমারি ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা , ২৫ ভরি স্বর্ণালঙ্কার, ৫ টি মোবাইল সেট ও একটি ট্যাব লুট করে পালিয়ে যায় ডাকাত দল। পরে এলাকাবাসী পরিবারের সদস্যদের উদ্বার করে পুলিমে খবর দেয়। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি