ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আটকা পড়া এলসিটি কাজল নামে জাহাজ থেকে পর্যটকদের সরিয়ে আনা হয়েছে

প্রকাশিত : ১৮:২৭, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৭, ১১ জানুয়ারি ২০১৭

টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে সাগরের ডুবোচরে আটকা পড়া এলসিটি কাজল নামে জাহাজ থেকে পর্যটকদের সরিয়ে আনা হয়েছে। জাহাজে সাড়ে ৭’শ যাত্রী ছিলো। পর্যটকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি যাত্রা করে। সাড়ে ১১টার দিকে মিয়ানমার সীমান্তবর্তী বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় ডুবোচরে আটকে যায় জাহাজটি। অতিরিক্ত যাত্রী বহনের কারণে জাহাজটি আটকে গেছে বলে অভিযোগ পর্যটকদের। যাত্রীদের সরিয়ে আনা হলেও জাহাজটি এখনও উদ্ধার করা যায়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি