ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

উন্নত প্রযুক্তির রাডার স্থাপন করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯:৫৬, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৬, ১২ জানুয়ারি ২০১৭

পারমানবিক অস্ত্রবহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র ছোড়া নিয়ে উত্তর কোরিয়ার হুমকির পর এবার উন্নত প্রযুক্তির রাডার স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, সমুদ্র স্থাপন করা এসবি এক্স ব্যান্ড’ নামে ওই রাডারের মাধ্যমে দূরপাল্লার যেকোন ক্ষেপনাস্ত্র শনাক্ত করা যাবে। হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তরে ওই রাডার স্থাপন করা হয়েছে। উত্তর কোরিয়া কোনো ক্ষেপনাস্ত্র ছোঁড়ার চেষ্টা করে তা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়া হবে বলেও জানিয়েছে পেন্টাগন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পৌঁছানো সক্ষম এমন ক্ষেপনাস্ত্র তৈরি চূড়ান্ত পর্যায়ে বলে হুমকি দেয়  উত্তর কোরিয়া ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি