ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জঙ্গি- সন্ত্রাস দমনে কোস্টগার্ডকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:০২, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০২, ১২ জানুয়ারি ২০১৭

উপকূলীয় এলাকায় জঙ্গি- সন্ত্রাস দমনে কোস্টগার্ডকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। কর্মনিষ্ঠার মধ্য দিয়ে কোস্টগার্ড উপকূলীয় এলাকার মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে, ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দিন নামে ২টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ’ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জলদস্যু মোকাবেলায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপকূলীয় এলাকায় জঙ্গি-সন্ত্রাস দমনে কোস্টগার্ডকে আরো কঠোর হওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে বলেও প্রত্যয় জানান শেখ হাসিনা। এর আগে সিজিএস সৈয়দ নজরুল এবং সিজিএস তাজউদ্দিন নামে জাহাজ দুটির কমিশনিং করেন প্রধানমন্ত্রী। পরে জাহাজ ঘুরে দেখেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি