ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাস্টারদা সূর্যসেনের ৮৩তম ফাঁসি দিবস পালন

প্রকাশিত : ১৮:০২, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০২, ১২ জানুয়ারি ২০১৭

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক মাস্টারদা সূর্যসেনের ৮৩তম ফাঁসি দিবস। দিনটি স্মরণে চট্টগ্রাম জে.এম সেন হল প্রাঙ্গণে মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদসহ বিভিন্ন সংগঠন। এ’সময় বক্তারা বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাস্টারদা সূর্যসেন যে বীরত্ব দেখিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। বিপ্লবী মাস্টারদা সূর্যসেনসহ অগ্নিযুগের বিপ্লবীদের সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বিপ্লবীদের জীবনগাঁথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি