ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে নিঙ্গেন ডক পদ্ধতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত : ১১:১৪, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৪, ১৩ জানুয়ারি ২০১৭

গাজীপুরের পূবাইলের মেঘডুবি ইউনিয়নের ৮ গ্রামের প্রায় আড়াই হাজার মানুষ নিঙ্গেন ডক পদ্ধতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। জাপানী এ পদ্ধতিতে অসংক্রামক রোগের চিকিৎসা সেবায় নেয়া হয়েছে একটি পাইলট প্রকল্প। স্বাস্থ্য অধিদপ্তর ও মেডিকেয়ার জাপানের যৌথ উদ্যোগে নিঙ্গেন ডক পদ্ধতিটি সারাদেশে ছড়িয়ে দিতে চান প্রকল্প সংশ্লিষ্টরা। জাতীয় স্বাস্থ্যনীতিতে ২০৩০ সালের মধ্যেই সার্বজনীন স্বাস্থ্য সুযোগ নিশ্চিতের লক্ষ্য নির্ধারন করা হয়েছে। হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও শ্বাসতন্ত্রের মতো অসংক্রামক রোগ প্রতিরোধ ও প্রতিকার করে স্বাস্থ্যবীমা নিশ্চিত করার কথা বলা হয়েছে স্বাস্থ্য নীতিতে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও মেডিকেয়ার জাপানের যৌথ উদ্যোগে গত নভেম্বর থেকে গাজীপুরের পুবাইলে শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবার একটি পাইলট প্রকল্প। জাপানি নিঙ্গেন ডক পদ্ধতিতেই চলছে প্রকল্পটি। শুরুতে মেঘডুবির  ৮ গ্রামে প্রায় আড়াই হাজার চল্লিশোর্ধ্ব গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বিনামূল্যে। রোগিদের পেশা, উচ্চতা, ওজনসহ জীবন যাত্রার ধরন জেনে নিয়ে রোগ নির্ণয়ে শুরু হয় নানা পরীক্ষা-নীরিক্ষা। নিঙ্গেন ডক পদ্ধতিতে সেবা দিয়ে সাফল্যও এসেছে। সেবাটি সার্বজনীন করতে সারাদেশের কমিউনিটি ক্লিনিকগুলো ব্যবহারে সরকারের সহযোগিতা চেয়েছেন প্রকল্প পরিচালক। চিকিৎসা পদ্ধতিটি ব্যতিক্রমী হলেও রোগ প্রতিকারে সফল বলে দাবী করেছেন নিঙ্গেন ডকের চিকিৎসকরা। জাপান সরকার প্রকল্পটি সম্প্রসারণে আন্তরিক, এখন বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি