ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২৮ নভেম্বর ২০১৯

বিদেশ সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন বিষয় তাকে অবহিত করেন প্রধানমন্ত্রী। এমনই রেওয়াজ রয়েছে। এ জন্য আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে ১৬ অক্টোবর বঙ্গভবনে গিয়েছিলেন শেখ হাসিনা।

চলতি নভেম্বর মাসে দুবাই এয়ার শোতে অংশ নিতে আরব আমিরাত এবং পরে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা যান শেখ হাসিনা।

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি