ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদ্যুৎ ও রেলে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিদ্যুৎ ও রেল যোগাযোগের খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য (যুক্তরাজ্য) ভিত্তিক আইএম পাওয়ার এবং টেন ব্রুক কোম্পানি লিমিটেড। খবর বাসসের

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএম পাওয়ার চেয়ারম্যান গর্ডন জে ডিকি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এলেনা বারানোভা এবং টেন ব্রুক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পল ই টোয়িডেলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে প্রতিনিধি দলটি বাংলাদেশের ‘অব্যাহত উন্নয়নের প্রশংসা এবং এখানকার বিদ্যুৎ সঞ্চালন, রেল যোগাযোগ ও এলএনজি খাতে বিদ্যুৎ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নীতি ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে উন্নয়নের জন্য পরিবেশ-বান্ধব বিদ্যুতের আরও চাহিদা সৃষ্টি হবে। পদ্মা সেতুর উদ্বোধনের পর, পায়রা বন্দর থেকে ঢাকা হয়ে কক্সবাজারে পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হয়ে যাবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি