ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সেভিয়ার সাথে ড্র করে কোয়ার্টার ফাইানলে উঠলো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১২:০১, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০১, ১৩ জানুয়ারি ২০১৭

কোপা দেল রে ফুটবলের দ্বিতীয় লেগে সেভিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইানলে উঠলো রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জয় নিয়ে এগিয়ে ছিলো জিদানের শিষ্যরা। দ্বিতীয় লেগে ৩-৩ গোলের ড্র করেও দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে শেষ আটে উঠলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ১০ মিনিটেই রিয়ালের ডিফেন্ডার দানিলোর আত্তঘাতি গোলে এগিয়ে যায় সেভিয়া। ৪৮ মিনিটে রিয়ালের হয়ে গোল করে সমতায় ফেরান মার্কো আসেনসিও। এরপর সেভিয়ার হয়ে ৫৩ মিনিটে জুভেটিক ও ৭৭ মিনিটে গোলটি করেন ইভোরা। আর রিয়ালের হয়ে ৮৩ মিনিটে সার্জিও রামোস ও নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে শেষ গোলটি আসে করিম বেনজেমা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি