ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

৯মার্চ মাওলানা ভাসানী পাকিস্তানকে দুটি স্বতন্ত্র ভাগ করার প্রেসক্রিপশন দিয়েছিলেন

প্রকাশিত : ০৯:৩২, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৩২, ৯ মার্চ ২০১৬

নয় মার্চ ১৯৭১, পল্টন ময়দানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও এক জনসভায় দিলেন পাকিস্তানকে দুটি স্বতন্ত্র ভাগ করার প্রেসক্রিপশন। অন্যদিকে, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের দিক নির্দেশনা থেকে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ জারি করলেন ১৬ টি নির্দেশনা। ৭ মার্চের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেয়ার পর বাঙালীর ঘরে ঘরে একই আলোচনা। ঘুরে ফিরে সবাই খুঁজছিলেন মুক্তির পথ। অসহযোগ আন্দোলন তো চলছেই কিন্তু সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার চিন্তা তখন সকলের সব মহলের। উত্তাল রাজপথ যেন সেই চেতনারই জানান দেয়। এরই ফাঁকে ৯ মার্চ আসলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দিক-নির্দেশনাও। পল্টন ময়দানে সেই একই সুর। চাই স্বতন্ত্র রাষ্ট্র। এদিকে, ৭  মার্চের ভাষনকে বাস্তব রুপ দিতে বঙ্গবন্ধুর নির্দেশনায় তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ জারি করেন কিছু নির্দেশনা। সেখানে উঠে আসে খাদ্য সরবরাহ ও যাতায়াত অব্যাহত রাখা থেকে শুরু করে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের করণীয় সব প্রসঙ্গই। তবে জনমনে উদ্বেগ- উৎকন্ঠা থাকলেও মার্চ এগুতে থাকে স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র যুদ্ধের দিকেই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি