ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ওয়েলিংটন টেস্টে বড় স্কোর গড়তে পেরেছে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:০৬, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৬, ১৩ জানুয়ারি ২০১৭

আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করায় ওয়েলিংটন টেস্টে বড় স্কোর গড়তে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন অধিনায়ক মুশফিকুর রহিম।। অন্য দিকে ডাবল সেঞ্চুরি হাঁকানো সাকিব জানান সেশন ধরে পরিকল্পনা করে খেলায় ডাবল সেঞ্চুরি করা সম্ভব হয়েছে। এদিকে, এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন নিউজিল্যান্ডের পেইসার টিম সাউদি। দিনভর নিউজিল্যান্ডের বোলারদের হতাশ করে দারুন ব্যাটিং করেছেন সাকিব-মুশফিক। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের সন্তোষের কথা জানান বাংলাদেশ দলপতি। প্রথমবারের মত ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি পেয়ে সাকিব আল হাসান জানান, আবহাওয়া ও নিউজিল্যান্ডের মোকাবেলা করতে হয়েছে প্রতিটি সেশনে। বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা ঝড়ে পড়লো নিউজিল্যান্ডের পেইসার টিম সাউদির কন্ঠেও। তবে, ম্যাচ এখনও হাতছাড়া হয়নি বলে আত্মবিশ্বাস সাউদির।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি