ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টুঙ্গিপাড়ায় ‘বঙ্গবন্ধু: জীবন থেকে চিত্রপটে’ শীর্ষক আর্টক্যাম্প 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও কারাগারের রোজনামচা’র উপর ভিত্তি করে ১০০জন চিত্রশিল্পীর অংশগ্রহণে ১০০টি শিল্পকর্ম নির্মানের লক্ষে আর্টক্যাম্প আয়োজন করা হয়েছে। গত ১১ অক্টোবর ২০১৯ একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ও চারুকলা প্লাজায় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর ২০১৯ টুঙ্গিপাড়ায় আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। আর্টক্যাম্পে ৭০ এর নির্বাচন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের অর্জনসহ ৭৫ পর্যন্ত সময়কে ১০০ ফুট দৈর্ঘের ক্যানভাসে সিরিজ চিত্রকর্ম অঙ্কন করেছে ১০০ জন চিত্রশিল্পী। এর আগে সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাডেমির মহাপরিচালকসহ আগত শিল্পীরা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আগেরদিন ৩০ নভেম্বর বিকালে শিল্পীরা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতি নদীতে নৌকা ভ্রমন করেন। এরপর সন্ধ্যা 6টায় জেলা শিল্পকলা একাডেমির শেখ মণি স্মৃতি মিলনায়তনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল এবং বাউল সংগীত পরিবেশন করেন একাডেমির বাউল শিল্পীবৃন্দ। এছাড়া স্থানীয় শিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে। 

আর্টক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ হলেনঃ শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী হাশেম খান, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পী রফিকুন নবী, শিল্পী বীরেন সোম, শিল্পী স্বপন চৌধুরী, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী চন্দ্র শেখর দে, শিল্পী ইবরাহীম, শিল্পী কে. এম. একাইয়ুম, শিল্পী শহিদ কবির, শিল্পী আব্দুস শাকুর শাহ, শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী রনজিৎ দাস,  শিল্পী আবুল বারক্ আলভী, শিল্পী নিসার হোসেন, শিল্পী ড. ফরিদা জামান, শিল্পী জামাল উদ্দিন আহমেদ, শিল্পী শিশির কুমার ভট্টাচার্য, শিল্পী শেখ আফজাল হোসেন, শিল্পী ড. মোহাম্মদ ইকবাল আলী, শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, শিল্পী আহমেদ শামসুদ্দোহা, শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী মো. আনিসুজ্জামান, শিল্পী দেওয়ান মিজান, শিল্পী অনুকুল চন্দ্র মজুমদার, শিল্পী সমীরণ চৌধুরী, শিল্পী আশরাফুল আলম পপলু, শিল্পী মো. আলপ্তগীন, শিল্পী রফি হক, শিল্পী জাহিদ মোস্তফা, শিল্পী মানিক চন্দ্র দে,  শিল্পী কারু তিতাস, শিল্পী মনিরুজ্জামান,  শিল্পী এফ. এম. মামুন কায়সার,  শিল্পী আতিয়া ইসলাম এ্যানী, শিল্পী নাজমা আকতার,  শিল্পী সুনীল কুমার পথিক,  শিল্পী অভিজিৎ চৌধুরী, শিল্পী দুলাল চন্দ্র গাইন,  শিল্পী রেজাউল করিম,  শিল্পী নাইমা হক,  শিল্পী সুশান্ত অধিকারী, শিল্পী অশোক কর্মকার, শিল্পী মো. রবিউল ইসলাম,  শিল্পী মো. ফারুক আহাম্মদ মোল্লা, শিল্পী ঋতেন্দ্র কুমার শর্মা,  শিল্পী সিদ্ধার্থ তালুকদার, শিল্পী রেজাউন নবী, শিল্পী আহমেদ নাজির, শিল্পী তরুণ ঘোষ, শিল্পী সন্জীব দাস অপু, শিল্পী কামাল পাশা চৌধুরী, শিল্পী মাকসুদুল আহসান, শিল্পী কীরিটি রঞ্জন বিশ্বাস, শিল্পী মো. জহির উদ্দিন,  শিল্পী মো. ফজলুর রহমান,  শিল্পী শাহীন সোবহানা সুরভী,  শিল্পী আফরোজা জামিল, শিল্পী নাসিম আহমেদ নাদভী, শিল্পী গৌতম চক্রবর্তী,  শিল্পী শামসুল আলম আজাদ, শিল্পী গোপাল চন্দ্র ত্রিবেদী, শিল্পী সৈয়দ হাসান মাহমুদ,  শিল্পী গুলশান হোসেন, শিল্পী রিফাত জাহান কান্তা,  শিল্পী রেজাউল হক লিটন, শিল্পী মিনি করিম, শিল্পী সহিদ কাজী, শিল্পী আবদুস সাত্তার তৌফিক, শিল্পী মো. কামাল উদ্দিন, শিল্পী সুমন ওয়াহিদ,  শিল্পী বিশ্বজিৎ গোস্বামী, শিল্পী সীমা ইসলাম, শিল্পী হারুন-অর-রশীদ,  শিল্পী নাজির হোসেন খান, শিল্পী নাজিয়া আন্দালিব প্রিমা, শিল্পী সুমন কুমার বৈদ্য, শিল্পী আজমল উদ্দীন পলাশ, শিল্পী সৈয়দ ফিদা হোসেন, শিল্পী রাশেদুল হুদা সরকার, শিল্পী আসমিতা আলম শাম্মী, শিল্পী মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, শিল্পী শাহানুর মামুন,  শিল্পী শেখ ফারহানা পারভীন টুম্পা, শিল্পী আরিফুল ইসলাম, শিল্পী কান্তি দেব অধিকারী, শিল্পী আজমল হোসেন, শিল্পী তৈমুর হান্নান, শিল্পী মানিক বনিক, শিল্পী মিশকাতুল আবীর, শিল্পী রনি মন্ডল, শিল্পী গৌরব নাগ, শিল্পী রত্মেশ্বার সুত্রধর, শিল্পী পলাশ শেখ, শিল্পী এ. কে এম গোলাম উল্লাহ নিশান. শিল্পী অভিজিৎ মন্ডল, শিল্পী আফি আজাদ বানটি, শিল্পী তরিকুল ইসলাম হীরক, শিল্পী সৈকত হোসেন, শিল্পী দিদারুল ইসলাম লিমন, শিল্পী মঞ্জুর রশীদ,  শিল্পী মঞ্জুর ইলাহী, শিল্পী তন্ময় দেব নাথ,  শিল্পী জাকির হোসেন পুলক, শিল্পী ফাহিম ইসলাম লিমন, শিল্পী চঞ্চল কর্মকার, শিল্পী আবু সুফিয়ান, শিল্পী হাসুরা আক্তার রুমকী। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি