ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়নের লড়াইয়ে হিলারী ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের জয়

প্রকাশিত : ১০:৫২, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ১০:৫২, ৯ মার্চ ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়নের লড়াইয়ে মিসিসিপি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দল থেকে হিলারী ক্লিনটন ও রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। অন্যদিকে মিশিগান অঙ্গরাজ্যের ভোটাভুটিতে রিপাবলিকান দল থেকে ট্রাম্প অল্প ব্যবধানে জয়ী হয়েছেন। আর ডেমোক্র্যাট দলে এগিয়ে রয়েছেন বার্নি স্যান্ডার্স। এছাড়া আইদাহো ও হাওয়াই অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের ভোটের ফলাফল এখনও জানা যায়নি। দলীয় মনোনয়নের লড়াইয়ে এখন পর্যন্ত ডেমোক্র্যাট দল থেকে হিলারী এগিয়ে থাকলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে স্যান্ডার্সের সঙ্গে। অন্যদিকে রিপাবলিকান দলে ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজের মধ্যে ভোটের ব্যবধান ক্রমশ কমছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি