হলি আর্টিজান রেস্তোঁরায় হামলার পরিকল্পনাকারী রাজীব আটক
প্রকাশিত : ১৩:৪৩, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩৩, ১৪ জানুয়ারি ২০১৭
গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে আটদিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। শোলাকিয়া হামলারও অন্যতম হোতা এই জঙ্গি নেতাকে টাঙ্গাইলের কালিহাতি থেকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট। এদিকে, এক সেমিনারে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গি হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করা হয়েছে, এখন জঙ্গি অর্থায়নের সাথে জড়িতদের খোঁজা হচ্ছে।
গত বছরের পহেলা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার পর থেকেই আলোচনায় আসে জঙ্গি নেতা রাজীব গান্ধীর নাম। ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাঁহ মাঠ সংলগ্ন এলাকায় জঙ্গি হামলার অন্যতম হোতাও ছিলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
শুক্রবার রাত ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। রাতেই আনা হয় ঢাকায়।
শনিবার দুপুরে গ্রেপ্তারের বিস্তারিত জানান কাউন্টার টেররিজম ইউনিট প্রধান। নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার জাহাঙ্গীরের সংগঠনের মধ্যে একাধিক ছদ্ম নাম ছিলো।
নব্য জেএমবির অন্যতম নেতা তামিম চৌধুরী ও মারজানের সঙ্গে হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার পরিকল্পনা করে এই জঙ্গি নেতা। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসায় থেকে হামলায় জড়িত জঙ্গিদের উদ্বুদ্ধ করে জাহাঙ্গীর।
জাহাঙ্গীরের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, রাজধানীর গোপিবাগে রামকৃষ্ণ মিশনে এক সেমিনারে অংশ নিয়ে জঙ্গি দমনে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জঙ্গি দমনে সরকার সফল বলেও দাবি করেন মন্ত্রী।
আরও পড়ুন